হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, জামালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ মে) দুপুরে উপজেলার আমবাগান এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ আহত হয়। ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আমবাগান এলাকায় সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে সেলিমকেম গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ঘটনার ব্যাপারে তিনি অবগত হলেও মামলার বিস্তারিত তথ্য কোনাবাড়ী থানা জানাতে পারবে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)