র্যাব-৭ কার্যালয়ে গুলিবিদ্ধ এএসপি পলাশের মরদেহ, পাশে চিরকুট
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র্যাব-৭-এর কার্যালয় থেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’
র্যাবের পরিচালক কমান্ডার হাফিজুর রহমান পারিবারিক কলহের জেরে নিজের গুলিতে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে র্যাব-৭-এর অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, ‘এএসপি পলাশের মরদেহ তার অফিস কক্ষে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল : ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারিনি। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তাঁরা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা কিছু আছে, তা মায়ের জন্য। দিদি যেন সবকিছু কো-অর্ডিনেট করে।’
জানা গেছে, পলাশ সাহা ৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। র্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।