খুলনায় ৮০ বোতল দেশি-বিদেশি মদসহ আটক ২
খুলনায় দেশি-বিদেশি ৮০ বোতল মদসহ দুজন আটক হয়েছেন। গতকাল বুধবার (১৪ মে) রাতে রূপসা খানজাহান আলী সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
আটকেরা হলেন-মো. আব্দুর রহিম শরীফ (৫৩) ও গাড়িচালক মো. ওহাব শিকদার (৬০)। উদ্ধার মদের মধ্যে ৩৪ পিস বিদেশি এবং ৪৬ পিস দেশি মদ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে দেশি-বিদেশি মোট ৮০ পিস মদের ইনটেক্ট বোতল নিয়ে খুলনায় এসেছিল। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজা থেকে মদসহ তাদের আটক করে। উদ্ধার মদের মূল্য প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি।
গ্রেপ্তার আব্দুর রহিম শরীফ ঝালকাঠি জেলার নলছিটি থানার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার স্থায়ী এবং বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর চৌরাস্তার হযরতনগর এলাকার বাসিন্দা এবং প্রাইভেটকার চালক মো. ওহাব শিকদার ফরিদপুরের নগরকান্দার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার লালবাগের আমরেগোলা এলাকায় বসবাস করেন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকেরা বলেন, ঢাকার একটি মাদক ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে মাঝে মধ্যে ভাড়া করা প্রাইভেটকারযোগে খুলনায় এসে ওই মদের চালান খুলনার ব্যবসায়ী গ্রুপের কাছে হস্তান্তর করে চলে যান। এর আগেও তারা একাধিকবার খুলনায় আসেন। প্রথমে তারা সেগুলো নিয়ে জিরো পয়েন্টে আসেন। সেখানে ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ির নম্বর পেয়ে খুলনার মাদক ব্যবসায়ীরা বিশেষ সিগনালের মাধ্যমে অন্য গাড়িতে মদগুলো তুলে নিয়ে যায়। তবে খুলনার কারা এর সঙ্গে জড়িত তাদের কারও নাম বলতে পারেননি আটকেরা।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা