শিবচরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
 
পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে সামাদ ২১ দিন পর ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইবনে সামাদের মৃত্যু হয়। নিহত ইবনে সামাদ শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের ছেলে।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করে এবং উত্তেজিত হয়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৬ মে রাতে পূর্ব শত্রুতার জেরে সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের বাড়িতে হামলা চালায় মাদবর বংশের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কালাম সর্দার, তার ছেলে ইবনে সামাদ (১৮), জুয়েল সর্দার (৩৫), তার স্ত্রী ইরানী বেগম (৫৫), রাসেল মাদবর (৩৭), মাহমুদা বেগমসহ (৩০) উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান মিয়া জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 
                   এম. আর. মুর্তজা, মাদারীপুর
                                                  এম. আর. মুর্তজা, মাদারীপুর
               
 
 
 
