উজিরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মিলন রায়। ছবি : এনটিভি অনলাইন
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় শিশু ধর্ষণ মামলায় মিলন রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
গতকাল মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন রায় উজিরপুরের সাতলা ইউনিয়নের আলামদি ১নং ওয়ার্ডের বাসিন্দা।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মিলন রায়কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)