আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

গ্রেপ্তার শাহ আলম। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের একাধিক টিকিটসহ মো. শাহ আলম (৪৫) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার শাহ আলম উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের মোট ছয়টি টিকিট উদ্ধার করা হয়েছে। যেগুলোতে ১৬টি আসন সংরক্ষিত ছিল।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে টিকিট বিক্রির উদ্দেশ্যে অপেক্ষমান শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।