স্ত্রীকে হত্যার পর ফ্যানে ঝুললেন প্রবাসফেরত স্বামী
ডিভোর্সের নোটিশ দেওয়ায় রাগে-ক্ষোভে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন প্রবাসফেরত স্বামী। আজ মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন রাকিবুল করিম রাকিব (৫০) ও তাকে ডিভোর্স লেটার দেওয়া স্ত্রী রওশন আক্তার (৪৫)।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, রাকিব দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন। তিন মাস আগে স্ত্রী রওশন তাকে ডিভোর্স দেন। আগামী ৫ জুলাই তালাক কার্যকর হওয়ার কথা। ডিভোর্স লেটার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে নিয়ে নানা ক্ষোভ ঝাড়তে থাকেন তিনি। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি স্ত্রীকে ‘পরকীয়ায় আসক্ত’ এবং ‘চরিত্রহীনা’ বলে আখ্যায়িত করেন।
পুলিশ আরও জানায়, আজ মঙ্গলবার ভোরে বোরকা পরে কাজের মেয়ের ছদ্মবেশে রাকিব গোপনে রওশনের ভাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি ছোট মেয়েকে ঘরে আটকে রেখে রওশন আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর ছোট মেয়ের হাতে সম্পত্তির দলিল ও ব্যাংক হিসাব সংক্রান্ত কাগজপত্র তুলে দিয়ে নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
নিহত রওশন আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনার রাজুর বাজার এলাকায়। তিনি ময়মনসিংহ নগরীর গুলকীবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করছিলেন। বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে নগরীর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিভোর্সের নোটিশ পাওয়ার পর থেকে রাকিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দেশে ফিরে পরিকল্পিতভাবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

আইয়ুব আলী, ময়মনসিংহ