দেশীয় মদ পানে পাঁচজনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে

খুলনা মহানগরীর বয়রা পূজা খোলা এলাকায় দেশীয় চোলাই মদ পান করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু শুরু হয়।
মৃতদের মধ্যে একজনকে দুপুরে দাহ করা হয়েছে এবং আরেকজনের মৃতদেহ বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া একজন খুলনার বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি (সাউথ) আবু তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি জানান, গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা অতিরিক্ত বাংলা মদ পান করেন। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর থেকে তাদের মৃত্যু শুরু হয়। তবে তারা বিষয়টি প্রথমে গোপন রেখেছিলেন। আজ বিকেলে খুলনার বিশেষায়িত হাসপাতালে ভর্তির পর, বয়রা পূজা খোলা এলাকা থেকে দুটি মরদহে পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
নিহতরা হলেন— খুলনা সোনাডাঙ্গারবাবু (৫০), খালিশপুরের সাবু (৬০), গৌতম কুমার বিশ্বাস, আজিবর (৫৯) ও তোতা (৬০)। এ ছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন সনু (৫৮) নামে আরেকজন।