ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী মোছা. কামরুন্নাহার রুবিকে খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বিচারক কারাদণ্ডের পাশাপাশি হাছান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। তবে, এ মামলায় গ্রেপ্তার হয়ে আসামির ইতোপূর্বে জেলহাজতে আটক থাকাকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাছান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে ২০০৪ সালে দুদক আইন ২৭–এর ১ ধারায় মামলা করা হয়।