বিমান বিধ্বস্ত : এখনও নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
রাইসা মনি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী, কোড- ২০১০, সেকশন-স্কাই। নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।
রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জানান, রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। রাইসাকে খুঁজে না পেয়ে তার পরিবারে শোকের মাতম চলছে।
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও অনেকেই নিখোঁজ। এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যেই ২০ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক