লোহাগাড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে তিনটি একনলা বন্দুক, আট রাউন্ড কার্তুজ ও চারটি রামদাসহ নুরুল আমিন (৩২) নামে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন ওই এলাকার বাসিন্দা। তিনি কুখ্যাত সশস্ত্র ডাকাতদল ‘তৌহিদ গ্রুপ’র সক্রিয় সদস্য।
জানা গেছে, তৌহিদ গ্রুপ একটি পরিত্যক্ত টিনের ঘরে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও ডাকাতি সরঞ্জাম মজুদ করেছে। এই তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় নুরুল আমিন ওই ঘরের সামনে পাহারায় ছিল। সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরটি তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, আট রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনীর হাতে আটক নুরুল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।