কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রদলের ৮ নেতার জামিন নামঞ্জুর

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রদলের কারাদণ্ডপ্রাপ্ত আট নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমান এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ আসামিরা আত্মসমর্পণের করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।
নথি থেকে জানা গেছে, গুলশানের একটি ও বনানী থানার দুটি মামলায় মো. আব্দুল আউয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলায় মো. রাসেল ও আলমগীর বিশ্বাস রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়।
গুলশান থানার এক মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর আব্দুল আউয়াল খান, আলমগীর বিশ্বাস রঞ্জু ও রাসেলকে সাড়ে তিন বছর, আউয়ালকে গুলশান থানার আরেক মামলায় দুই বছরের সাজা দেওয়া হয়। এ ছাড়া বনানী থানার এক মামলায় আব্দুল আউয়াল, সবুজ, সোহাগ, শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন ও রাশেদ উল্লাহকে ২০২৩ সালের ৮ অক্টোবর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।