দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে ফরিদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরগুলোকে সিসিটিভির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘পূজার সময় ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’ গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।
পুলিশ সুপার বলেন, ‘পূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকান বন্ধ রাখা হবে। ডিজে পার্টি করা যাবে না এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গানই পরিবেশন করতে হবে।’ তিনি সবার প্রতি পূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এবং প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।