নারীর ক্ষমতায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো নারীর ক্ষমতায়ন।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো নারীর ক্ষমতায়ন।’
অধ্যাপক ইউনূস বলেন, বাস্তবে আজ বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি।
তিনি জানান, এ মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নারীরা ৮৫ শতাংশেরও বেশি অবৈতনিক দেখাশোনা ও গৃহস্থালি কাজ করেন, যার আর্থিক মূল্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ শতাংশেরও বেশি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেক প্রতিবন্ধকতার সত্ত্বেও আমাদের মেয়েরা সর্বত্র সাফল্য অর্জন করছে: শ্রেণিকক্ষ থেকে বোর্ডরুমে, গবেষণাগার থেকে খেলার মাঠে। সম্প্রতি আমাদের মহিলা ফুটবল দল একটি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে, আন্তঃএশীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং সারা দেশে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে।’
তিনি বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘এ বছর আমরা বেইজিং ঘোষণার ৩০তম বার্ষিকী উদযাপন করছি। এ উপলক্ষে আমরা নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি আরও জোরদার করেছি এবং আগামী পাঁচ বছরে বাস্তবায়নের জন্য ‘বেইজিং+৩০ কর্মসূচি' এর আওতায় চারটি জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছি।’
অধ্যাপক ইউনূস বলেন, এর মধ্যে রয়েছে: যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষার জন্য আইন প্রণয়ন, নারীর অবৈতনিক যত্ন ও গৃহস্থালি কাজকে স্বীকৃতি ও মূল্যায়ন, রাজনীতি ও জনজীবনে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং লিঙ্গ-সংবেদনশীল বাজেট প্রক্রিয়া জোরদার করা।