তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা ট্রাম্পের
তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে তিনি এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, মার্কিন ব্যবস্থাকে পুরোপুরি পুনরুদ্ধার করতে আমি সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।
পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসীর প্রবেশাধিকার বাতিল করারও হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রকৃত সম্পদ’ নয়, তাদেরকে দেশ থেকে সরিয়ে দিন।
এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) হোয়াইট হাউসের খুব কাছে দুই ন্যাশনাল গার্ড সৈন্যের ওপর গুলির ঘটনা ঘটে। এতে সারাহ বেকস্ট্রম নামে এক ন্যাশনাল গার্ড সদস্য মারা যান। অপর সৈন্য অ্যান্ড্রু উলফ আহত অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার অভিযুক্ত ব্যক্তি ২৯ বছর বয়সী একজন আফগান নাগরিক। রহমানুল্লাহ লাকানওয়াল নামের ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় আছেন। এই ঘটনার জেরে ‘উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত ১৯টি দেশের ‘গ্রিন কার্ডধারী’ সকল অভিবাসীর স্ট্যাটাস নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেন ট্রাম্প।
ট্রাম্পের এই কঠোর অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, অ-মার্কিন নাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি, নিরাপত্তা ঝুঁকি বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ যেকোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বিতাড়িত করা হবে। ট্রাম্পের মতে, অবৈধ ও বিশৃঙ্খল জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার লক্ষ্য নিয়ে এই উদ্দেশ্যগুলো অনুসরণ করা হবে। তিনি বলেন, কেবল ‘বিপরীত অভিবাসনই’ এই পরিস্থিতিকে পুরোপুরি ঠিক করতে পারে।
পোস্টের শেষে আমেরিকানদের ‘থ্যাঙ্কসগিভিং’ দিবসের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

এনটিভি অনলাইন ডেস্ক