কুড়িগ্রামে আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘এক মাস মেয়াদি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স–২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শ্যামল কুমার দাস ও কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. মোজাফফর রহমান সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী পর্বের সূচনা হয়। পরে প্রধান অতিথি তরুণদের উদ্দেশে বলেন, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ শুধু কর্মসংস্থানের পথই খুলে দিচ্ছে না, এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রশিক্ষণ কোর্সটি ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে জেলার বিভিন্ন উপজেলার তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।