লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সেবার শুভ সূচনা হয়।
এই পদক্ষেপের ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর জানান, প্রথম ধাপে যাদের এনআইডি কার্ড নেই তারা নতুন করে ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। দ্বিতীয় ধাপে সব প্রবাসী অনলাইনে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। নিবন্ধিত এই প্রবাসীরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি এ এস এম হুমায়ুন কবীর এ সময় দুইটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন কার্যক্রম বিষয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি প্রবাসীদের নতুন ভোটার হওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ কনস্যুলেট লস অ্যাঞ্জেলেসকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে এই সেবা প্রদানে কনস্যুলেটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের এই উদ্যোগের সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কমিউনিটির নেতাদের প্রতি নতুন সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।