যুক্তরাষ্ট্রই বিশ্বের ‘অর্থনৈতিক ইঞ্জিন’ : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রই বর্তমানে বিশ্বের প্রধান ‘অর্থনৈতিক ইঞ্জিন’। আজ বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। খবর সংবাদ সংস্থা এএফপির।
ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই গ্রহের (পৃথিবীর) অর্থনৈতিক ইঞ্জিন। যখন আমেরিকার উন্নতি হয়, পুরো বিশ্বের উন্নতি হয়— এটিই ইতিহাস। তিনি আরও দাবি করেন, তার প্রশাসনের অধীনে মার্কিন অর্থনীতি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক স্থিতিশীলতা আমেরিকার সমৃদ্ধির ওপরই নির্ভরশীল।
ইউরোপের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি ইউরোপকে ভালোবাসি এবং তাদের ভালো দেখতে চাই। কিন্তু মহাদেশটির কিছু অংশ এখন আর চেনার উপায় নেই। তারা সঠিক অভিমুখে যাচ্ছে না।
দাভোসে ট্রাম্পের এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রিনল্যান্ড ইস্যু। তিনি অভিযোগ করেন, ন্যাটোর মিত্ররা রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করলেও প্রয়োজনে তারা সাহায্য করবে কি না তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্পের এই ‘নতুন উপনিবেশবাদী’ মনোভাবের বিরুদ্ধে দাভোসে একাট্টা হয়েছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইতোমধ্যে ট্রাম্পের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক