মিরপুরে অগ্নিকাণ্ড, স্বজনদের আহাজারি
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস ও একটি কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।
ছোট ভাইয়ের সন্ধানে আসা এক নারী সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের ১৪ বছর বয়স, নাম আব্দুল আলীম। তিনি বলেন, আজকে আমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়নি। আমার আগেই সে অফিসে চলে আসছে। তারপর আমি আর দেখি নাই। আর কথা হয়নি।
ভাগিনার সন্ধানে আসা আরেক নারী বলেন, আমার বোনের ছেলেকে পাচ্ছিনা। তার নাম রাকিব। সে তিনতলায় কাজ করে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাততলা একটি গার্মেন্টসের ৪ তলায় আগুন লাগে। সেখান থেকে কেমিকেল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে এবং যতটুকু পারা যায় কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দিয়েছে।