১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাস ও আগুনে পুড়ে : ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মৃত্যু শুধু বিষাক্ত গ্যাসে নয়, বরং আগুনে পুড়ে যাওয়ার কারণেও হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ঢামেক হাসাপাতালের নিজ কার্যালয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ঢামেক পরিচালক বলেন, গতকাল রাতে মোট ১৬টি মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমাদের হাসপাতালের সহকারী পরিচালকসহ কয়েকজন ওয়ার্ড মাস্টার মিলে মরদেহগুলো রিসিভ করেন। জানতে পেরেছি, এই ব্যক্তিদের মৃত্যু শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে যাওয়ার কারণেও হয়েছে।
আসাদুজ্জামান আরও জানান, রাত থেকে এ পর্যন্ত অনেক স্বজন হাসপাতালে ভিড় করছেন। ইতোমধ্যে ১০টি মরদেহের দাবিদার পাওয়া গেছে। তবে, মরদেহগুলো শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়ার জন্য ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দাবিদারদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক এবং থানা-পুলিশ সহযোগিতা করছেন বলেও পরিচালক জানান।