কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবি মওসুমে বসত বাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও সার কৃষকদের বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১২০ জন কৃষকের মাঝে উফসী জাতের সবজির বীজ বিতরণ করা হয়। ২৩০ জন কৃষককে ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম।