জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
জানা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৭ অক্টােবর) অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি যোগ দেবেন।

নিজস্ব প্রতিবেদক