জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন
বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহ উদ্দিন বলেন, কোন একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র-গণঅভ্যত্থান-২০২৪। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে সেটা সঠিক নয়।
রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এটা হচ্ছে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোন অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে ৪২২ জন… আমরা ছবি সহকারে আমাদের নেতা-কর্মীদের তালিকা প্রকাশ করেছি…এ সংখ্যা আরো বেশি হবে। যারা জুলাই ছাত্রগণঅভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ করেছে সেই রক্তের সিঁড়ি বয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম ত্যাগ রক্তদানের মধ্য দিয়েই ধারাবাহিকভাবে সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে।
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বক্তব্যে রাখার জন্য সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে আসেন সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত, যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আসলে বয়সের কারণে অনেকেই আবেগে হয়তো অনেক কথা বলেছেন। আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি শুধু আহ্বান জানাবো যে, আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণঅভ্যত্থানের সাথে জড়িত, যারা জীবন দিয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছে, তাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। রাজনীতিতে যেহেতু আমাদের অনেকদিনের অভিজ্ঞতা আছে আমরা সেই দৃষ্টিকোন থেকে দেখি এবং আশা করি তারা এ সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে। জুলাই গণঅভ্যুত্থানকে যাতে আমরা কলঙ্ক মুক্ত রাখতে পারি সেভাবে তারা ভূমিকা রাখবেন। তারা আমাদের সন্তানের মতো, তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে। সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না। তাদেরকে সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করার এখনই সময়।