ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো ভেলাবাইচ

‘মারো ঠেলা হেঁইও, শাবাশ জোয়ান হেঁইও, আরও জোরে হেঁইও’ এমন নানা স্লোগানে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে ভেলাবাইচ প্রতিযোগিতা। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আওরাবুনিয়ায় ডাইনের নদীতে ভেলাবাইচের ফাইনাল অনুষ্ঠিত হয়।
আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির এ ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ভেলাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
ভেলাবাইচে ছয়টি দল কলাগাছের ভেলা নিয়ে অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরী হিস্যা দলের ভেলা প্রথম হয়। দ্বিতীয় হয় সুবোধ হাওলাদারের ভেলা এবং তৃতীয় স্থান লাভ করে সুশীল ঘরামীর ভেলাদল।
ব্যতিক্রমী এই ভেলাবাইচ দেখতে জড়ো হয় শিশু-কিশোরসহ সব বয়সের বিপুল মানুষ। দর্শকরা নৌকায় চড়ে, নদীর পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করে আনন্দঘন এই ভেলাবাইচ প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলাবাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের গ্রামের প্রতিযোগীরা।