কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কৃষি ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া ছয় রাস্তার মোড় এলাকার বাসিন্দা কৃষি ব্যাংক কর্মকর্তা সুশান্ত কুমার গুহ এবং দৌলতপুর উপজেলার বাসিন্দা রুমি আক্তার।
রাত সাড়ে ৮টার দিকে কৃষি ব্যাংক কর্মকর্তা সুশান্ত কুমার গুহ মোটরসাইকেলযোগে আলামপুর থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। পথে কুমারগাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী টলি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় সুশান্ত কুমার গুহ ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে রুমি আক্তার নামে এক নারী নিহত হন। দুর্ঘটনার সময় তিনি তার চাচা মহিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে কুষ্টিয়া শহর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া