মোতাকাব্বীরকে অব্যাহতি, আটাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রশাসকের পদে নিয়োগের আট দিনের মাথায় গত ১২ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে যোগ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ। তখন আটাবের অফিস স্টাফরা ফুল দিয়ে স্বাগত জানান তাকে। এর দুই মাস ১১ দিনের মাথায় তাকে সরিয়ে স্থলাভিষিক্ত করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে কারণ হিসেবে বলা হয়েছে, ‘আটাবের বৃহত্তর স্বার্থ’; উল্লেখ করা হয়েছে ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা’র। অন্যদিকে, আটাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নে সময় দেওয়া হয়েছে চার মাস।
বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত আদেশে নতুন এই প্রশাসক নিয়োগের কথা বলা হয়। সেখনে আরও বলা হয়েছে, নির্ধারিত চার মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন আয়োজন, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং সব অগ্রগতি মন্ত্রণালয়কে অবহিত করবেন।
মোতাকাব্বীর আহমেদ প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যমুখী বিমানের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণত ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া টিকিট পেরিয়ে যায় এক লাখ টাকা। এর পেছনে মোকাব্বির আহমেদের হাত থাকতে বলে মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে সাবেক এই প্রশাসকের কাছ থেকে পাওয়া যায়নি কোনো বক্তব্য। এ ছাড়া সরকারি আদেশে (জিও) শুধুমাত্র লন্ডনে ভ্রমণের অনুমতি থাকলেও তিনি লন্ডনের বাইরে আরও কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেছেন বলে জানা গেছে। এর পরপরই গত বুধবার এলো বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্ত।

এনটিভি অনলাইন ডেস্ক