এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ
ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে এসব জিনিস জব্দ করে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিজিবি ৪ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, তৈরি পোশাকসহ ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে আসছে।
বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে ৭৫৪ কোটি ১৫ লাখ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করেছিল। চলতি জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত ৭০৯ কোটি ৯৪ লাখ টাকার চোরাচালান মালামাল আটক করা হয়েছে। যার মধ্যে চার হাজার ২০২টি গরু, ৮২ হাজার ৭১০ পিস শাড়ি ও বিপুল পরিমাণ চিনি, জিরা ও যানবাহন রয়েছে।
এছাড়াও, চলতি বছর সরাইল রিজিয়নের অধীন ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৮ হাজার বোতল মদ, ২৪ হাজার বোতল ফেনসিডিল, দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়। অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ৯টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)