ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ গাঁজাসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার আনন্দপুর এলাকায় র্যাব-৯-এর (শায়েস্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প) যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মো. সাজিদ মিয়া (২৩), স্বপন মিয়া (৩২) ও ছাব্বির মিয়া (২৭)।
শনিবার রাত সাড়ে ১০টায় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর-নাসিরনগরগামী রাস্তায় চেকপোস্ট বসানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি নোয়াহ্ মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ি তল্লাশি করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশে বহন করার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)