সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শাকিল আহমদ। ছবি : এনটিভি
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম শাকিল আহমদ। তিনি উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন ১৯-এর অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারত সীমান্তের ৫০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলিতে শাকিল আহত হলে কানাইঘাটের একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সজল ছত্রী, সিলেট