আগে গণভোট, রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই : তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা জুলাই চার্টার্ডের পূর্ণ বাস্তবায়ন আইনগত ভিত্তি ও আদেশের মাধ্যমে চান। তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এটা খুব পরিষ্কার।’
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির এই মন্তব্য করেন।
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায়। তিনি সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান। তিনি আরও উল্লেখ করেন যে, এটি বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট।
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘সংস্কার কমিশন দুইটি প্রস্তাব দিয়েছে—একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে নিশ্চয়তা চাই। এটাই আমাদের সুস্পস্ট দাবি।’
মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে প্রস্তুতি চলছে, জাতি সে নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঠিক পূর্বান্নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশে ও রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করছে বলে আমরা দেখতে পাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক