সাবেক উপপ্রেসসচিব খোকন দম্পতির আয়কর নথি জব্দের আদেশ
 
সরকারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে সাবেক উপপ্রেসসচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মুহাম্মদ আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজ নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামীয় তিনটি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগের তদন্ত চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মুহাম্মদ আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, মোজাম্মেল হক, আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রীর আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি পর্যালোচনা পূর্বক সাক্ষ্য-স্মারক দেওয়ার লক্ষ্যে সত্যায়িত ফটোকপি (একসেট) এবং মামলার আলামত হিসাবে জব্দের লক্ষ্যে আদালত আদেশ দিতে প্রার্থনা করা হয়।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
