অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন : কায়সার কামাল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জাতি হতাশ। অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নইলে আইনজীবীরা এদেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেবে।’
শনিবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বার ইউনিটের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন কায়সার কামাল।
সম্মেলনের প্রস্ততি কমিটির আহ্বায়ক এনায়েতুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মমরজুল হাসান জুয়েলের পরিচালনায় কেন্দ্রীয় ও স্থানীয় আইনজীবী ফোরামের নেতা, পাবলিক প্রসিকিউটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কায়সার কামাল আরও বলেন, ‘দেশে বর্তমানে কোনো গণতান্ত্রিক সরকার নেই। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে সারা দেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ রাজপথে গণতন্ত্রের দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছি। সেই সংগ্রাম করতে গিয়ে গুম, ক্রসফায়ারে আমাদের নেতাকর্মী ভাই-বোন হারিয়েছি। জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে শুধু বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর আমরা প্রত্যাশা করেছিলাম, বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পাবে। যে ভোটের জন্য আমার ভাই গুম, খুন, ক্রসফারে নিহত হয়েছে, সেই ভোট অনুষ্ঠিত হবে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই সরকারের কাছে প্রত্যাশার জায়গায় সরকারের বিভিন্ন কার্যকলাপে জনগণ সন্দিহান হয়ে পড়েছে। কারন যে জুলাই সনদ পার্লামেন্টের সামনে স্বাক্ষর হয়েছিল, সেই জুলাই সনদ প্রডিউস করা হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে। শেম শেম শেম।’
কায়সার কামাল বলেন, ‘আইনজীবীরা আইনের শাসনে বিশ্বাস করি, সাংবিধিনিক বিধি-বিধানে বিশ্বাস করি। কিন্ত বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরে জুলাই সনদে যে প্রস্তাবনা করা হয়েছে, কিছু কিছু অনুচ্ছেদ ২৬০ দিনের মধ্যে সংসদ নির্বাচনের পরে সেগুলো সন্নিবেশিত না হলে অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হয়েছে বলে গণ্য করা হবে। বাংলাদেশসহ বিশ্বের কোনো দেশে এ ধরনের কিছু সন্নিবেশিত হওয়ার বিধান নেই।’
১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠার পর এবারই প্রথম ময়মনসিংহ বার ইউনিটের দ্বি-বার্ষিক কাউন্সিল হয়। এতে সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম খান নির্বাচিত হয়েছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ