প্যানেল চেয়ারম্যানের স্ত্রীর নামে ভিজিডি কার্ড!
প্যানেল চেয়ারম্যানের স্ত্রীর নামে দরিদ্র ও অসহায় নারীদের সরকারি সহায়তার ভিজিডি কার্ড নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৯নং ওয়ার্ড সদস্য) মো. আমিনুল ইসলামের স্ত্রী স্বপ্না খাতুনের নামে এই কার্ড নেওয়া হয়েছে।
তালিকায় দেখা যায় স্বপ্না খাতুনের নামের পাশে স্বামীর নামের স্থানে উল্লেখ করা হয়েছে তার বাবা আব্দুল হামিদের নাম। বিষয়টি যাতে কেউ বুঝতে না পারে সেজন্য স্বামী প্যানেল চেয়ারম্যানের নাম না লিখে বাবার নাম লেখা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়নের চায়ের দোকান থেকে হাট-বাজার সবখানেই চলছে আলোচনা-সমালোচনা।
ওই ইউনিয়নের একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শুধু অনৈতিক নয়, আইনবিরোধীও। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধি তার পরিবারের সদস্যকে সরকারি সুবিধা দিতে পারেন না। আমরা দ্রুত তদন্ত করে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
ঘোষেরপাড়া ইউনিয়নের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে কোনো জনপ্রতিনিধির পরিবারের কারও নামে কার্ড দেওয়া যায় না—এ বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অভিযোগ অস্বীকার করেন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, আমার এক ফুফাতো বোন প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। তার জন্যই কার্ডটি করেছি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলেন, আপনি অফিসে আসুন, পরে কথা হবে।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুর আলম বলেন, জনপ্রতিনিধি বা তাদের পরিবারের সদস্যরা কোনোভাবেই ভিজিডি কার্ডের সুবিধাভোগী হতে পারেন না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, আমি শুনেছি, তদন্তের নির্দেশ দিয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)