নেত্রকোনা-৪ থেকে লড়বেন লুৎফুজ্জামান বাবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকায় লুৎফুজ্জামান বাবরের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। নেত্রকোনা-৪ আসন থেকে প্রার্থী করা হয়েছে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকা অনুযায়ী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক