আওয়ামী লীগের নেতা ফারুক হোসেন গ্রেপ্তার
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল সাংবাদিকদের জানান, গত ৯ নভেম্বর ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে আওয়ামী লীগ, মহিলা যুবলীগ ও যুবলীগের আয়োজনে একটি মিছিল বের করে। পরবর্তীতে পুলিশ মিছিলকারীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালের সামনে একটি ফ্ল্যাটে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন রয়েছে। পুলিশ বিষয়টি জানতে পেরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। এ সময় সেখানে থাকা মহিলা যুবলীগের এক নেত্রীকেও গ্রেপ্তার করা হয়।
এসপি আব্দুল জলিল আরও বলেন, গত ৯ নভেম্বর ফারুক হোসেনকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিক্সন চৌধুরী পাঁচ লাখ টাকা দেন আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে চার লাখ টাকা একজনকে তিনি দিয়ে দেন। এ ছাড়া তার নিজের টাকাও এই আন্দোলন-সংগ্রামে তিনি ব্যয় করছেন বলে পুলিশকে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা বিচারাধীন ও চারটি মামলা তদন্তাধীন রয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম।

সঞ্জিব দাস, ফরিদপুর