মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে নিহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলআইনকে জানান, বিষয়টি হাসপাতালে নেওয়ার পরে আমাদের জানানো হয়েছে। বিষয়টি জেনে পুলিশ পাঠানো হয়েছে। তার হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, ভেতর থেকে দরজা বন্ধ ছিল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

নিজস্ব প্রতিবেদক