রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ভোরের আলো ফুটতেই নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা কলেজ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।
জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে 'ঢাকা লকডাউন' ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দলটির কর্মসূচিকে প্রতিহত করতে গতকাল বুধবার রাত থেকেই মাঠে নেমেছে ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয় তাদের বিক্ষোভ মিছিল। এ মিছিলে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব স্থান হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক