নির্বাচনে খেলবেন আপনারা, আমরা রেফারির ভূমিকায় : সিইসি
আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচনে খেলবেন আপনারা, আমরা নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনারা (রাজনৈতিক দলগুলো) সহযোগিতা না করলে রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়েই এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার।
এ এম এম নাসির উদ্দিন বলেন, মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই, তাহলে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে।
তিনি বলেন, একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, কোনো বড়-ছোট নাই, ৫৪ দলই আমাদের কাছে সমান। আমরা সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই। যারাই রেজিস্টার্ড দল, তারা সবাই আমাদের কাছে সমান।
সিইসি বলেন, আমরা এখন দেখি, ঢাকা শহরের অনেক স্থান ছেঁয়ে গেছে পোস্টারে। অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি। এগুলো সরাতে হবে। পোস্টার আমরা এলাউ করব না। আগেভাগেই জানিয়ে দিচ্ছি, যারা পোস্টার লাগিয়েছেন, দয়া করে নিজেরাই সরিয়ে ফেলুন। আর যাতে কেউ পোস্টার না লাগায়। আচরণবিধি অনুযায়ী আপনারা আচরণ করবেন।
একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করে সিইসি বলেন, আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন এখন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

নিজস্ব প্রতিবেদক