ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আহত
গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।
আজ শনিবার (১৫ নভেম্বর) ভোরে কোনাবাড়ি থানাধীন বাইমাইলের নওয়াব আলী মার্কেট এলাকার একতা টাওয়ারের ফ্ল্যাট থেকে ওই পোশাক শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পোশাক শ্রমিক হলেন রহিমা খাতুন। তার আহত স্বামী হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের এমরান হোসেন। রহিমা একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, এমরান কসাই হিসেবে কাজ করেন। তার স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইল এলাকায় একতা টাওয়ারের ৫ম তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন। শুক্রবার দিনগত রাতে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে এমরান ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুনের মৃত্যু হয়। শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এমরানকে উদ্ধার করে হাসপাতালে এবং মরদেহ মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে পিবিআই, সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন আহম্মেদ বলেন, রহিমার মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে স্বামী এমরান হোসেনকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রহিমার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর