‘ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে বিশেষ গুরুত্ব দিয়ে চায় বিএনপি’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে তাহলে বেশি গুরুত্ব দিতে চাই— আমাদের ওপরে ভারতের দাদাগিরি বন্ধ করা। তিনি বলেন, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে, বিশেষ করে ফারাক্কা প্রকল্প, তিস্তা প্রকল্প। বেশি গুরুত্ব দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ।
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে গণসমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন- এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।
বিস্তারিত ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক