ঢাকায় গুলিতে যুবদল নেতা নিহত, চাঁদপুরে শোকের ছায়া
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় গ্রামের বাড়ি চাঁদপুরে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ওলীপুর এলাকায় সরেজমিনে দেখা গেছে পরিবারের লোকজনদের শোকের মাতম।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২-এর ‘সি’ ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে গুলি করে তিন দুর্বৃত্ত।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোটরসাইকেলযোগে এসে তিন দুর্বৃত্ত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢোকে। এ সময় তারা কিবরিয়ার মাথা, বুক ও পিঠে সাত রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : হাসিনার রায়ে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদলনেতা নিহত
নিহত গোলাম কিবরিয়া একসময় জাতীয় দলের ফুটবলার ছিলেন। পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি দুই কন্যার জনক ছিলেন এবং ছোটবেলা থেকেই পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। আইনি প্রক্রিয়া শেষে মিরপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।
নিহতের খালাতো ভাই মো. পারভেজ বলেন, ‘কিবরিয়া ভালো মানুষ ছিলেন। বিএনপি করার কারণে তাকে কয়েকবার জেল খাটতে হয়েছে। যারা তাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরও পড়ুন : রাজধানীতে দোকানে ঢুকে যুবদলনেতাকে গুলি করে হত্যা
মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও আত্মীয় খায়রুল হাসান বেনু বলেন, ‘গোলাম কিবরিয়া একজন সৎ ও নিরহংকার মানুষ ছিলেন। প্রকাশ্যে তাকে হত্যা করা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’ তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান।

শরীফুল ইসলাম, চাঁদপুর