বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের চলমান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোকনপুর ইউনিয়নে রোকনপুর থেকে বাবরা দাসপাড়া পর্যন্ত ৪৪০ মিটার সড়ক নির্মাণে বালুর পরিবর্তে মাটি ও নিম্নমানের পুরোনো ইটের খোয়া ব্যবহার করে রাতের আঁধারে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
আজ বুধবার (২০ নভেম্বর) সরজমিনে দেখা যায়, সড়কটি নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও খোয়া অত্যন্ত নিম্নমানের। বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি ও ধুলাবালি। এ ছাড়া সড়কটিতে সিডিউলে উল্লেখিত বক্সের মাপও সঠিকভাবে করা হয়নি।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪৪০ মিটার পিচ রাস্তা নির্মাণের কাজ করছে ঝিনাইদহের এটিএস ট্রেডার্স ব্যাপারীপাড়া নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
রোকনপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, রাস্তায় নিম্নমানের মাটি, বালু ও ইটের খোয়া ব্যবহার করে কাজ করা হচ্ছে। এর ওপর যদি পিচ দেওয়া হয়, তাহলে অল্পদিনেই রাস্তাটি নষ্ট হয়ে খানাখন্দে পরিণত হবে।
আরও পড়ুন : ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর
অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এটিএস ট্রেডার্সের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ জানান, বর্তমানে বালির খুব সংকট থাকায় বাওড় থেকে উত্তোলন করা বালি রাস্তায় দেওয়া হয়েছে এবং তিনি এসও (উপসহকারী প্রকৌশলী) সাহেবের কথামতো ইট ব্যবহার করেছেন।
রাস্তাটির দেখভালের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. হুজাইফা হক জানান, ঠিকাদার কাজের সাইডে যে নিম্নমানের নির্মাণ সামগ্রী রেখেছেন এবং রাস্তায় যা ফেলেছেন, তা অতিসত্বর অপসারণ করার জন্য বলা হয়েছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ‘আমি রাস্তাটি দেখতে যাব। নিয়ম বহির্ভূতভাবে কাজ করলে অবশ্যই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন : ‘পিটিয়ে ১৮ লাখ টাকা আদায়, শেষে গুলি’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) রেজওয়ানা নাহিদ বলেন, ‘আমি কাজের একটি ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে দেখে কাজটি আপাতত বন্ধ রাখার জন্য বলেছি। তদন্ত করে যথাযথ কাজ না করলে ব্যবস্থা নেব।’

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)