সারা দেশে ভূমিকম্পে নিহত ৬
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ভূমিকম্পে সারা দেশে শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধস ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকায় তিনজনের মৃত্যু
জানা গেছে, পুরান ঢাকায় সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
এদিকে মিটফোর্ড হাসপাতাল থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে বলেন, মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেওয়াল এবং কার্নিশ থেকে ইট ও পালেস্তারা খসে নিচে পড়ে, যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীতে ভূমিকম্পে নিহত ২, আহত অর্ধশতাধিক
নরসিংদী থেকে প্রতিবেদক বিশ্বজিৎ সাহা জানান, নরসিংদীর পলাশ উপজেলায় মাটির দেওয়াল ধসে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদীর গাবতলিতে আরও একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচায় জানা যায়নি।
এ ছাড়া এই জেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বিভিন্ন ভবন থেকে নামার সময় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন : ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরি হোসেন মৃধা বৃদ্ধ কাজম আলীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশের মালিতা গ্রামে মাটির দেওয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় রেলিং ভেঙে পড়ে তিনজনসহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। আহত শতাধিক নারী, পুরুষ ও শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে ভূমিকম্পে নবজাতকের মৃত্যু, আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রতিবেদক শাকিল আহম্মেদ জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেওয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ফারজানা সুলতানা আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।
জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনায় জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে ‘প্রধান উপদেষ্টার বার্তা’ শীর্ষক ওই পোস্টে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
আরও পড়ুন : ভূমিকম্পে পর চলছে মেট্রোরেলের ক্ষয়ক্ষতি নিরূপণ
এতে আরও বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।
ফেসবুকে ওই শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবিলা করবে বলেও আশা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস।
ভূমিকম্পে দেশের মানুষের নিরাপত্তা কামনা করে মির্জা ফখরুলের সতর্ক বার্তা
এদিকে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর প্রতি সতর্কতা ও সহমর্মিতার বার্তা দিয়েছেন। আজ শুক্রবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আল্লাহর নিকট দেশের মানুষের নিরাপত্তা কামনা করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ আমাদের হেফাজত করুক। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যান।’
ভূমিকম্পের মুহূর্তে জনসাধারণ কীভাবে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়েও তিনি বিস্তারিত নির্দেশনা প্রদান করেন—
১) ঘরের ভিতরে থাকলে : ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)। একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন। জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না। গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।
২) ঘরের বাইরে থাকলে : বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান। খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।
৩) গাড়িতে থাকলে : গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়। গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।
কম্পন থামার পর কী করবেন গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন। নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়। লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কি না দেখুন। আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।

এনটিভি অনলাইন ডেস্ক