টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
একদিনে ১৪৬টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন চার হাজার ৭৩৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট আট লাখ ৭৭ হাজার ১৭৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৯টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন দুই হাজার ৩৪ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৮৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৭৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে চার লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া এদিন মোট দুই হাজার ৫২১টি টিকিট যাচাই করা হয়।
এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৭টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন দুই হাজার ৬৯৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে তিন লাখ ২১ হাজার ৮১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৬১৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। এছাড়া এদিন মোট এক হাজার ৭৯১টি টিকিট যাচাই করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)