একটি ভালো বই বন্ধুর মতো সঙ্গ দিতে পারে : নজরুল ইসলাম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, একটি ভালো বই আপনার সন্তানের সুন্দর গাইডলাইন হতে পারে এবং সন্তানকে ভালো বন্ধুর মতো সঙ্গ দিতে পারে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত নয় দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। সম্মানিত আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল হক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।
স্বাগত বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহতাব সুমন। মেলায় রাজধানীর ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান, কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৬ ডিসেম্বর বইমেলার সমাপনী অনুষ্ঠান হবে। বইমেলা উপলক্ষে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় বই বেচাকেনা চলবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা