বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মানিকগঞ্জের শিবালয়ে বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমানের (৭৫) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৪টায় গার্ড অব অনার দিয়ে তার মরদেহ দাফন করা হয়।
উপজেলার শাকরাইল মিয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইউনুছুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মণীষা রানী কর্মকার, শিবালয় থানার ওসি মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা।
ইউনুছুর রহমানের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ইউনুছুর রহমান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী থেকে শুরু করে সাধারণ মানুষ তার মৃত্যুতে শোকাহত। পরিবারের সদস্যরা তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ