এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) মঞ্জুর কাদের। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির প্রথম ধাপের প্রাথমিক তালিকায় তার নাম ঘোষণা করা হয়।
এই খবর ছড়িয়ে পড়ায় মঞ্জুর কাদেরের নির্বাচনি এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এনসিপির হয়ে তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন।
সমর্থকরা আশা করছেন, সাবেক এই প্রতিমন্ত্রী দ্রুত নির্বাচনি মাঠে আসবেন।
মেজর (অব.) মঞ্জুর কাদেরের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা ও জয়লাভের রেকর্ড রয়েছে। তিনি ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনি এলাকা থেকে ২০০৮ সালের নির্বাচনে তিনি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে ২৫২ ভোটে পরাজিত হন।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)