নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই : খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, যে কোন পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে। ২০২৬ এর ফ্রেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হিংস্র হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিল শেষে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরো বলেন, সন্ত্রাসীদের কারণে যদি নির্বাচন ব্যাহত হয, তাহলে সকল দায়-দায়িত্ব প্রশাসনকে গ্রহণ করতে হবে। ভাড়াটিয়া সন্ত্রাসীরা এদেশে এসে নির্বাচনকে বন্ধ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স। তারা যে দলেরই হোক না কেন আইনের আওতায় আনতে হবে। হাদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জনগণ তাকিয়ে দেখছে পুলিশ প্রশাসন কি ভূমিকা রাখেন।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী