নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে : রুমিন ফারহানা
নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আর যেন একটি গুলিও না চলে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডে সকল দল-মতের মানুষ নির্বাচনে অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন।
শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। ইতোমধ্যেই ওসমান হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। তাই সরকারকে বলবো আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে আছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।
ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, সর্ষের মধ্যে ভূত হয়ে সরকারের কোনো অংশ যদি নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়। নির্বাচনকে ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তাদের দাঁতভাঙা জবাব দেবে।
অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া