বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাচেষ্টা হয়েছে আমরা সেটির তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি, এরকম ঘটনা আরও ঘটতে পারে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিদকের এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার পক্ষ থেকে এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং শপথ গ্রহণ করেছি—যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করব। একইসঙ্গে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

এনটিভি অনলাইন ডেস্ক